স্পিরিচুয়্যালিস্টদের মতন— মনে মনে কথোপকথন— “দুক্ষ-টুক্ষ সব আমারই বানানো”
কিন্তু এড়াতে পারি না সত্য— এইসব ভন্ডামি যে শুধু কিঞ্চিত অযৌক্তিক সুখেরই জন্য
যুক্তিদের গান- ফাইনান্সিয়াল রিপোর্টের মতো বাজছে কানে।
মাঝে মাঝে আমার অস্তিত্ব সেইসব গানের কাছে হার মানে।
আমি চোখ বন্ধ করে বসে—
বন্ধ দুই চোখের পেছনে সূক্ষ্ম আভাসে—
বুঝি বেঁচে আছে একটা আলোকিত বোধ।
আর বোধটার গায়ে অনেক দুক্ষের প্রলেপ ধুলোর মত লেগে আছে।
কখনো নিজেকে বোধটাই ভাবি,
কখনো ভাবি ধুলোবালি- ময়লার মতন লেগে আছি বোধটার সাথে।