আধো ডুবন্ত গনকবর— গাড় নীলে
পাপড়ির আড়ালে খোলা চোখ বলে
বাদামি রঙ ছড়িয়ে ক্ষুদ্র কণারা নাচে
মাতাল নৃত্য— শার্টের পেছনে— অদৃষ্ট এক ঝড়, ভূমিকম্প হৃদস্পন্দনে
জীবন একটা গান শুধু— অভিকর্ষের— বৃক্ষ—গুল্মের আশাভঙ্গ উৎসবের
অথবা দুই হাতের মাঝখানে— সুমহান, অসীম এক ফাঁকি।
বিশ্বাস রাখি, তবুও বিশ্বাস রাখি…
ঘড়ির তিন কাঁটা একসাথে লাগামে আঁটা— হিংস্রতার দোষারোপে
কব্জিতে বাঁধা— গ্লাসের খাঁচায় বন্দি নয়ছয়— তাড়াহুড়োর অভিনয়
গেলো সময়, গেলো সময়— অসংখ্য ক্ষণে
তবু অন্ধকার রাত কিছু আলোকবর্ষ দূরে সবসময়,
সবসময় তবু শুধু চুপটি এখনে, যেন চিরগুপ্ত প্রেম—
এখন মানুষের মনে।