অযথা কুমির

লাটিম কি ঘোরে তার চালকের জন্যে?
সূফীদের মতন— তাল মিলিয়ে প্রস্ফুরিত গজলের তালে?
আর অন্ধ করা আলো— মানসচোখ বুজলে—
অদৃশ্যপটে নাচে জন্মান্ধের কল্পিত রঙ— জ্যামিতিক ঢঙে।

আচেনা ভ্রু, অচেনা চোখের ফরমে—
আমাদের এক অন্যজনের— আরেক অচেনা জীবনে
হোক নবউত্থান, হোক পুনরজনম—
কপালে হোক লাল বা সেজদার কালো দাগের মতন।
কিংবা হোক সাধকের যোগ ঈশ্বরের পবিত্র সিদ্ধান্ত;
একটা ভূশায়িত অযথা কুমির
হ্রদের পাড়ে মৃতের মতন স্থির—
বুদ্ধের মত শান্ত।